সাতক্ষীরা

সাতক্ষীরায় সিনিয়র আইনজীবী এড. শহীদুল্লাহ গ্রেপ্তার

By Daily Satkhira

November 10, 2018

নিজস্ব প্রতিনিধি: জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সহ-সভাপতি, সিনিয়র আইনজীবী এড. মো. শহীদুল্লাহ (২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে শহরের উত্তর পলাশপোলস্থ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের পর শুক্রবার বিকেলে তাকে একটি নাশকতার মামলার আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এড. শহীদুল্লাহ’র স্ত্রী আঞ্জুমান আরা জানান ‘বৃহস্পতিবার বেলা ৩টা ২৭ মিনিটের সময় কয়েকজন পুলিশ তার বাড়িতে যায়। এড. শহীদুল্লাহ তখন বাড়িতে ঘুমাচ্ছিলেন। পুলিশ এ সময় ঘুম থেকে তাকে ডেকে তুলে বলেন, ওসি স্যার আপনাকে সালাম দিয়েছে। আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে। পরে তাকে থানায় আনা হয়। তার স্ত্রী আরও জানায়, এড. শহীদুল্লাহ হার্ট, কিডনী ও হাই প্রেসারের রোগী। সম্প্রতি তার হার্টে বাইপাস সার্জারী করা হয়েছে। তিনি প্রচন্ড অসুস্থ। থানায় সারারাত তাকে বসিয়ে রাখার হয়। পরের দিন শুক্রবার সকালে থানায় গিয়ে জানতে পারেন, তার স্বামীকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাতক্ষীরার পুরাতন আইনজীবী সমিতির জায়গা-জমি দখর নিয়ে পুলিশের সাথে আইনজীবীদের একটি বিরোধ রয়েছে। এনিয়ে আদালতে মামলাও চলছে। ওই মামলার স্বাক্ষী আমার স্বামী এড. শহীদুল্লাহ। আর এ কারণেই তাকে আটক করে তার নামে নাশকতার মিথ্যে মামলা দেওয়া হয়েছে। একই কারণে কিছুদিন আগে আরও একটি মামলা দেওয়া হয়েছে তার নামে। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে আছেন’। এব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এড. শহীদুল্লাহ (২) নামে সাতক্ষীরা সদর থানায় নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।