খেলা

মেসি-রোনাল্ডোর সম্ভাবনা দেখছেন না এমবাপ্পে

By daily satkhira

November 10, 2018

খেলার খবর: মাত্র ১৯ বছর বয়সেই ফ্রান্সের হয়ে জিতেছেন বিশ্বকাপ। ক্লাব ফুটবলেও গত মৌসুমে পিএসজির হয়ে ঘরোয়া ট্রেবল জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি বিস্ময়ের হাতে এ বছর ব্যালন ডি’অর উঠলে তাতে অবাক হওয়ার কিছু নেই। অনেকের চোখেই আগামীর বিশ্বসেরা এমবাপ্পে। গত এক দশকে পাঁচবার করে ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈতশাসনের অবসান হতে পারে এবারই।

এমবাপ্পে নিজেই জানালেন, এ বছর মেসি ও রোনাল্ডোর ব্যালন ডি’অর জেতার কোনো সম্ভাবনাই নেই। বর্ষসেরা দৌড়ে নিজের পাশাপাশি বিশ্বকাপজয়ী ফরাসি সতীর্থদের এগিয়ে রাখছেন পিএসজির ফরোয়ার্ড। তবে ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখলেও এমবাপ্পের উপলব্ধির জায়গা স্পষ্ট, ১৯ বছর বয়সেই কতটা পরিণত তিনি।

বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি মনে করিয়ে দিয়েছেন, বর্ষসেরা ও বিশ্বসেরা এক জিনিস নয়। বিশ্বসেরার প্রশ্নে এমবাপ্পের কাছে এখনও অস্পর্শনীয় মেসি ও রোনাল্ডো। আধুনিক ফুটবলের দুই দিকপালকে নিয়ে আরও একবার মুগ্ধতা ঝরল এমবাপ্পের কণ্ঠে, ‘তাদের চেয়ে ভালো কাউকে এখনও খুঁজে পাবেন না। আমরা বলতে পারি না যে, তাদের যুগের সমাপ্তি ঘটতে যাচ্ছে। সমাপ্তি তখনই ঘটবে যখন তাদের চেয়ে নিয়মিত কেউ ভালো করবে। নিখাদ ফর্মের মানদণ্ডে বিচার করলে এ বছরও তারা দু’জনই ছিলেন সেরা। গত মৌসুমে মেসি ছিলেন ইউরোপের সর্বোচ্চ গোলদাতা। আর রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা।’

এরপর এমবাপ্পে ব্যাখ্যা করেছেন কেন এ বছর মেসি ও রোনাল্ডোর ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা নেই, ‘আমি মনে করি না যে, এ বছর এই দু’জনের কেউ ব্যালন ডি’অর জিতবেন। কারণ এটা বিশ্বকাপের বছর এবং বিশ্বকাপের চেয়ে বড় কিছু নেই ফুটবলে। সত্যি বলতে কী, ব্যালন ডি’অর জেতার আশা আমার আছে। ভেটিংয়ের শেষদিন পর্যন্ত সম্ভাব্য সবকিছুই আমি করেছি। তাই আমার আক্ষেপের কিছু নেই। ভালো কিছু ঘটলে সেটা হবে বোনাস। এ বছর আমরা অনেক বড় কিছু অর্জন করেছি। ফ্রান্সের কেউ এবার ব্যালন ডি’অর না জিতলে অন্যায় হবে। আমরা ইতিহাস গড়েছি। তার স্বীকৃতি পেলে দারুণ হবে।’