President Donald Trump addresses the crowd during a campaign rally Thursday, Nov. 1, 2018, in Columbia, Mo. (AP Photo/Charlie Riedel)

আন্তর্জাতিক

সাংবাদিকের প্রশ্নকে ‘বেকুব’ বললেন ট্রাম্প

By daily satkhira

November 10, 2018

বিদেশের খবর: ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসার পর সংবাদ মাধ্যমের সঙ্গে যেন তার সম্পর্কটা সাপে-নেউলে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের ওপর বেজায় চটেছেন। মধ্যবর্তী নির্বাচনের পর সিএনএনের এক সাংবাদিককে নিষিদ্ধ ঘোষণা করেন হোয়াইট হাউসে। এবার আবার লাগলো সিএননের আরেক সাংবাদিক অ্যাবি ফিলিপের সঙ্গে। গতকাল শুক্রবার প্যারিসে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হন ট্রাম্প। এসময় ফিলিপের প্রশ্নে মেজাজ হারান ট্রাম্প। তিনি বলেন, কি বেকুব প্রশ্ন, কি বেকুব প্রশ্ন। আমি দেখেছি তুমি অনেক বেকুব প্রশ্ন কর। ফিলিপের দিকে আঙ্গুল দেখিয়ে এসব বলেন ট্রাম্প। তিনি আরো বলেন, হোয়াইট হাউস আমার কাছে অনেক ‘স্পেশাল’ একটা জায়গা। তোমার এতে সম্মান দেখানো উচিৎ। এবং প্রেসিডেন্টকেও সম্মানের সঙ্গে ‘ট্রিট’ করতে হবে। তথ্য সূত্র: সিএনএন/ইয়াহু/এনডিটিভি।