বিদেশের খবর: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শুক্রবার জনপ্রিয় সাহাফি হোটেল ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দপ্তরের কাছে বোমা ও বন্দুক হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৭ জন। সন্ত্রাসীগোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মদ বলেছেন, ‘প্রথমে প্রধান সড়কের পাশে সাহাবি হোটেলের আঙ্গিনায় দু’টি বোমা বিস্ফোরিত হয়।’ তৃতীয় বোমাটি একটি ব্যস্ত সড়কে বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন জানিয়েছেন, হামলাকারীরা হোটেলের ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। তবে হোটেলের বাইরে বিস্ফোরণে অনেক লোক নিহত হয়েছে। একটি মিনিমাসের কাছে থাকা গাড়িবোমাটি বিস্ফোরিত হওয়ার পর অনেকে জীবন্ত দগ্ধ হয়েছে। নিহতদের অনেকের পরিচয় জানাটাই মুশকিল হয়ে পড়েছে।
বোমা হামলায় আহত একজন বলেন, ‘রাস্তায় অনেক লোক ও গাড়ি ছিল, সবজায়গায় মৃতদেহ পড়ে আছে। বন্দুকের গুলিতেও কয়েকজন নিহত হয়েছে।’