বিনোদন

ওম পুরি আর নেই

By Daily Satkhira

January 06, 2017

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ওম পুরি আর নেই। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ে তিনি মৃত্যুবরণ করেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

ওম পুরির ঘনিষ্ঠ বন্ধু চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত মৃত্যুর খবরটি প্রথম একটি টুইট বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার ছবির শুটিং শেষে পুরি বাসায় ফেরেন। এর পর আর তাঁর সঙ্গে কারো যোগাযোগ হয়নি। শুক্রবার সকালে পুরির গাড়িচালক দরজায় টোকা দিয়েও যখন সাড়াশব্দ পাননি, তখন তিনি পুরির পরিচিতজনদের বিষয়টি জানান।

ভারতের সম্মানজনক রাষ্ট্রীয় পদক পদ্মশ্রী পাওয়া এই অভিনেতা জন্ম নেন ১৯৫০ সালের ১৮ অক্টোবর, হরিয়ানার আম্বালায়। তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও ন্যাশনাল স্কুল অব ড্রামায় লেখাপড়া করেন। ১৯৭৬ সালে ওম পুরি মারাঠি ছবি ‘গাশিরাম কতওয়াল’-এ অভিনয়ের মাধ্যেম চলচ্চিত্রে পা রাখেন। জনপ্রিয় ও সকলের শ্রদ্ধেয় এই অভিনেতার অসংখ্য ছবির মধ্যে ‘অর্ধ সত্য’, ‘মিরচ মাশালা’, ‘আস্থা’, ‘সদগতি’ প্রভৃতি উল্লেখযোগ্য।