নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতার কৃতি সন্তান, মরহুম জাফর আহম্মেদ গাজীর একমাত্র পুত্র ডা: আবুল কালাম আজাদ ঢাকা ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক হিসেবে কর্মরত অবস্থায় গত ৮ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে পদোন্নতি লাভ করেছেন। প্রাপ্ত তথ্যানুযায়ি, তিনি ১৯৭৬ সালে ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে (বিজ্ঞান বিভাগ) সারাদেশের মধ্যে প্রথম স্থান লাভ করার গৌরব অর্জন করেছিলেন। পরবর্তীতে এমবিবিএস পাশ করে বিসিএস এর মাধ্যমে চিকিৎসা পেশায় যোগদান করেন। তার স্ত্রী রওশনা পারভীন (শিক্ষিকা), জেষ্ঠ্য পুত্র আবির খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, পুত্র বধূ ফারহানা ব্যাংকার, কনিষ্ঠ পুত্র তিয়াস কুয়েটে অত্র শিক্ষাবর্ষে ভর্তির জন্য মনোনীত হয়েছে। তিনি ২০২০ সালের জানুয়ারিতে অবসরে যাবেন বলে জানান। এদিকে একজন অতি মেধাবী, যোগ্য, সৎ ও দায়িত্ববান ব্যক্তি এবং নলতার কৃতি সন্তান ডা: আবুল কালাম আজাদ সদ্য পদোন্নতির মাধ্যমে উচ্চ পদে উন্নীত হওয়ায় নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দনে বিবৃতি দাতারা হলেন- অত্র সংগঠনের সভাপতি ও প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), সহ-সভাপতি সেলিম শাহরিয়ার, সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সম্পাদক মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান পাড়, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর কবীর, দপ্তর ও প্রচার সম্পাদক তরিকুল ইসলাম লাভলু, কর্মকর্তা এম এ মামুন, শেখ আলমগীর কবীর, মো. রবিউল ইসলাম, গোপাল চন্দ্র দাশ, জি.এম মনির আহছান প্রমূখ। এছাড়া বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।