খেলা

টি-টোয়েন্টিতেও সিরিজ হার বাংলাদেশের

By Daily Satkhira

January 06, 2017

ব্যাটিং ব্যর্থতার কারণেই প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারল বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ১৯৬ রানের জবাবে সাব্বির রহমান ও সৌম্য সরকার বাদে বলার মতো প্রতিরোধ গড়তে পারেননি আর কেউ। দ্বিতীয় ম্যাচটা হেরে সিরিজও খোয়াল টাইগাররা। এই ম্যাচে টাইগারদের হারটা ৪৭ রানের।

১৯৬ রানের এভারেস্টে চড়তে গিয়ে শুরুতেই লক্ষ্যচ্যুত হয়ে পড়ে টাইগাররা। ৪০ রানেই বিদায় নেন টপঅর্ডারের তিন ব্যাটসম্যান। মিচেল স্যান্টনারের প্রথম ওভারে আউট হন ইমরুল কায়েস। স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে টম ব্রুসকে ক্যাচ দেন ইমরুল। গত ম্যাচের মতো আজও রানের খাতা খুলতে পারেননি টাইগার ওপেনার। এরপর সাব্বিরকে নিয়ে জুটি বাঁধেন তামিম। দলীয় ৩৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। রানআউট হন তামিম ইকবাল। গ্র্যান্ডহোমের বলে রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন টাইগার ওপেনার। এরপর বেন হুইলারের দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট হন সাকিব আল হাসান। মাত্র ১ রান করে ফিরে যান সাকিব।

টানা উইকেট হারিয়ে টাইগার সমর্থকরা যখন ঝিমিয়ে পড়েছে, ঠিক সে সময় জয়ের আশা জাগিয়ে তোলেন সাব্বির রহমান ও সৌম্য সরকার। রানখরায় ভোগা সৌম্য করেছেন ৩৯ রান। সাব্বিরের সঙ্গে তাঁর ৬৮ রানের জুটিতে ম্যাচে ফিরেছিল টাইগাররা। তবে দলীয় ১০৪ রানে সৌম্য ও খানিক বাদে সাব্বির আউট হওয়ায় বাংলাদেশ আবার চাপে পড়ে যায়। ৩২ বলে ৪৮ রান করেন সাব্বির। এর পর আর প্রতিরোধ গড়তে পারেনি কেউই। শেষ পর্যন্ত ১৪৮ রানেই অলআউট হয়ে যায় টাইগারদের ইনিংস।

এর আগে কলিন মুনরোর শতকে বাংলাদেশের সামনে ১৯৬ রানের বড় লক্ষ্য রাখে নিউজিল্যান্ড।