সাতক্ষীরা

আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের যৌথ র‌্যালি ও সমাবেশ

By Daily Satkhira

January 06, 2017

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের তিন বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে বিকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ একটি র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি পুর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সদর উপজেলা আওয়ভামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, জেলা পরিষদের সদস্য আমিনুর রহমান বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশিদুজ্জামান রাশি। উল্লেখ্য যে, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে। কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট, জাতীয় পার্টিসহ নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলো অংশ নেয়। নির্বাচনে ৩০০ আসনের ১৫৩টি আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৫ জানুয়ারি ভোটের দিন ১৪৭ আসনে ভোট হয়। নির্বাচনের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। আজ আওয়ামী লীগ সরকারের ৩ বছর পুর্তি উপলক্ষে সারাদেশে গণতন্ত্র রক্ষা দিবসের নানা কর্মসূচি পালন করা হচ্ছে। জনসভায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক জনসমূদ্রে পরিণত হয়। কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক।