খেলা

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; দলে তিন পরিবর্তন

By daily satkhira

November 11, 2018

খেলার খবর: সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রবিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ওয়ান।

মিরপুরে জিততেই হবে বাংলাদেশকে। প্রথম টেস্টে সিলেটে লজ্জাজনকভাবে হেরেছে। তাই সিরিজ হার এড়াতে হলে আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প পথ খোলা নেই বাংলাদেশের।

মাহমুদউল্লাহ যদিও ম্যাচের আগের দিন একাদশ নিয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারলেন না, ‘আমরা কয়েকটি পরিবর্তন নিয়ে নামতে পারি। কালই (রবিবার) দল দেখতে পাবেন আপনারা। তবে যে-ই মাঠে নামুক, প্রত্যেকে নিজের ১২০ ভাগ দিয়ে খেলবে।’

জানা গেছে, দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে আসছে তিন পরিবর্তন। এবার দুই পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। টপঅর্ডার ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে অভিষেক হয়ে যেতে পারে মোহাম্মদ মিঠুনের।

এছাড়া নাজমুল ইসলাম অপুর পরিবর্তে একাদশে জায়গা নিশ্চিত বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের। অন্যদিকে আবু জায়েদ রাহির পরিবর্তে অভিষেক হয়ে যেতে পারে ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদের। আর যদি তা না হয় তবে একাদশে জায়গা পেতে পারেন শফিউল ইসলাম।

বাংলাদেশ দল: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম/সৈয়দ খালেদ আহমেদ।