আন্তর্জাতিক

খাশোগি হত্যা; সৌদি ও যুক্তরাষ্ট্রকে ‘অডিও আলামত’ দিল তুরস্ক

By daily satkhira

November 11, 2018

বিদেশের খবর: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ‘অডিও রেকর্ডিং’র অনুলিপি সৌদি আরব, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সকে সরবরাহ করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান সাংবাদিকদের এ কথা জানান। তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, খাশোগিকে কে হত্যা করেছে তা আগে থেকেই জানতো সৌদি আরব। এরদোয়ান বলেন, ১৫ সদস্যের দলের মধ্যে নির্দিষ্টভাবে কে জামাল খাশোগিকে হত্যা করেছে তা সৌদি আরবের জানা।২ অক্টোবর হত্যাকাণ্ডের একদিন আগে তারা তুরস্ক পৌঁছেছিল।

উল্লেখ্য, ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি।কনস্যুলেট ভবনে তার হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কথা স্বীকার করলেও এর সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান কিংবা অন্য কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে আসছে দেশটি। তবে সৌদির এমন দাবি মানছে না তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ। সূত্র: বিবিসি, আল জাজিরা