ফিচার

এখন আবার জাতীয় পার্টি সিদ্ধান্তহীন!

By Daily Satkhira

November 11, 2018

রাজনীতির খবর: বিএনপি ভোটে এলে তারা আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করবে। আর বিএনপি না এলে তারা ৩০০ আসনেই এককভাবে প্রার্থী দেবে। এমনটাই বলে আসছিল জাতীয় পার্টি।

কিন্তু বিএনপি রবিবার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর দলটি বলছে তারা আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের হয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবে কি না, এ ব্যাপারে জাতীয় পার্টি এখনও সিদ্ধান্ত নিতে পারেনি।

এ ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘আলোচনা চলছে, দুই-একদিন সময় লাগবে। সময় হলে সব জানানো হবে।’

রবিবার বিকালে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এদিকে রবিবার দুপুরেই বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ নেওয়ার ঘোষণা দেয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এর আগে জানিয়েছিলেন, বিএনপি ভোটে এলে তারা আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করবে, আর বিএনপি না এলে তারা ৩০০ আসনেই প্রার্থী দেবে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের পরও একই কথা জানিয়েছিলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা।

তার আগে এরশাদ বলেছিলেন, ‘আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসনের তালিকা দিয়েছি। এর মধ্যে ৭০ আসন তো পেতে পারি।’

আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেই নবম জাতীয় সংসদে নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় পার্টি। ওই নির্বাচনে বিএনপিও অংশ নিয়েছিল।

২০১৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করলে এরশাদ নাটকীয় অনেক ঘটনার পর নির্বাচনে অংশ নেন। পরে জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধীদলের আসনে বসলেও সরকারেও অংশ নেয়।

জাতীয় ঐক্যফ্রন্ট যে নির্বাচন পেছানোর দাবি তুলেছে, সে বিষয়ে জাতীয় পার্টির মত জানতে চাইলে হাওলাদার সংবাদ সম্মেলনে বলেন, ‘জাপা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। তবে সবার অংশগ্রহণের স্বার্থে ইসি তফসিল পেছালে সেটা তাদের ব্যাপার।’

শেষ পর্যন্ত সবার অংশগ্রহণে নির্বাচনের আশা প্রকাশ করে জাপা মহাসচিব বলেন, ‘এত দিন সংশয় ছিল, একটু পরে নতুন সূর্য দেখব। আমরা আশা করি, সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। ভোটের পরে কোনো হানাহানি হবে না।’

এদিকে রবিবার সকালে গুলশানের ইমানুয়েলস হলে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।

তিনি ঢাকা-১৭, সাতক্ষীরা-৪ ও রংপুর-৪ আসনে প্রার্থী হবেন বলে জানিয়েছে জাতীয় পার্টি। রবিববার বিকাল ৫টা পর্যন্ত জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৫৫৩টি।