আশাশুনি

আশাশুনিতে এক প্রতিবন্ধিকে মারপিট, দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ

By Daily Satkhira

January 07, 2017

আশাশুনি ব্যুরো: আশাশুনির জামালনগর খ্রীষ্টান ধর্মালম্বীর এক প্রতিবন্ধির দোকান ভাংচুর, লুটপাট ও মারপিট করেছে প্রতিপক্ষরা। থানায় লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামের খ্রীষ্টান ধর্মালম্বী মৃত সিরাপিন সরকারের পুত্র শারিরিক প্রতিবন্ধি অসহায় জয়দেব সরকার বাড়ীর পাশে যীষু হৃদয় গীর্জা সংলগ্ন একটি ছোট টল দোকান করে জীবিকা নির্বাহ করে থাকে। মিশন কর্তৃপক্ষের অনুমোতি নিয়ে টলটি গীর্জার আরও নিকটবর্তী স্থানে স্থাপনের কার্যক্রম চলাকালে হঠাৎ লালন সরকার, সুভাস সরকার, সুবীর সরদার, রিপন গোলদার, আশু গোলদার সহ ৫/৬ জন দলবদ্ধ হয়ে জয়দেব সরকারের উপর হামলা চালিয়ে মারপিট, দোকান ভাংচুর ও মালামাল সহ নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। তার ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। এ সময় প্রতিপক্ষরা থানা পুলিশ না করার জন্য হুমকি-ধামকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে ভয়ে ভীত হয়ে জয়দেব থানা ও স্থানীয় জনপ্রতিনিধির শরনাপন হয়েও কোন প্রতিকার না পেয়ে বৃহস্পতিবার পুনরায় থানায় লিখিত অভিযোগ করেছে। জয়দেবের অভিযোগের খবর পেয়ে প্রতিপক্ষরা বিকালে তার বিরুদ্ধে থানায়  মিথ্যা অভিযোগ করেছে। জয়দেব তার ক্ষতি পুরন সহ প্রতিকার প্রার্থনা করে দারে দারে ঘুরে বেড়াচ্ছে। সে সহ তার পরিবার উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।