আন্তর্জাতিক

আমেরিকায় বিমানবন্দরে বন্দুকধারীর গুলি, নিহত ৫

By Daily Satkhira

January 07, 2017

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফোর্ট লডারডেল বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন মানুষ। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের গুলিতে আহত অবস্থায় এক বন্দুকধারীকে আটক করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের বরাতে সিএনএন জানায়, অন্তত পাঁচজন নিহত ও আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বন্দুকধারীর বয়স ২০-এর কোঠায়। গায়ে ছিল টি-শার্ট। পুলিশের গুলিতে তিনি আহত হয়েছেন।

হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেছেন, ফ্লোরিডার ‘ভয়াবহ পরিস্থিতির’ দিকে তিনি নজর রাখছেন এবং ফ্লোরিডার গভর্নরের সঙ্গে কথা বলেছেন। “সবার জন‌্য আমার ভাবনা ও প্রার্থনা রইল। নিরাপদে থাকবেন!”

বৃহত্তর মিয়ামি এলাকার একটি আকর্ষণীয় পর্যটন এলাকা ফোর্ট লডারডেল। চার টার্মিনালের ফোর্ট লডারডেল বিমানবন্দর দিয়ে গত নভেম্বরে প্রায় ২৫ লাখ যাত্রী যাতায়াত করেছে।

সেখানে হামলার পর নিকটবর্তী মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরেও বাড়তি নিরাপত্তা ব‌্যবস্থা নেওয়া হয়েছে।