সাহিত্য

আজ বাংলা সাহিত্যের দিকপাল মীর মশাররফ হোসেনের জন্মদিন

By daily satkhira

November 13, 2018

অনলাইন ডেস্ক: বাংলা সাহিত্যের দিকপাল, কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা উনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক, মীর মশাররফ হোসেনের ১৭১তম জন্মদিন আজ। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি।

তার বাবার নাম সৈয়দ মীর মুয়াজ্জেম হোসেন ও মায়ের নাম দৌলতন নেছা। মহান এই মনীষীর সমাধিস্থল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে। একবিংশ শতাব্দীর আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র মীর মশাররফ হোসেন বাংলা গদ্য সাহিত্যের সূচনা পর্বে সাহিত্য সাধনা করলেও ৩৬টি গ্রন্থ রচনা করে সাফল্যের স্বাক্ষর রেখে গেছেন।

তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- ‘বিষাদ সিন্ধু’, ‘গাজী মিয়ার বস্তানী’, ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘রত্নাবলী’, নাটক ‘জমিদার দর্পণ’, ‘বসন্ত কুমারী’, মুসলিম পুনর্জাগরণের কথা মাথায় রেখে রচনা করেছিলেন উপন্যাস ‘ইসলামের জয়’, ‘মদীনার গৌরব’ প্রভৃতি। স্বল্প প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়েও সাহিত্য অঙ্গনে এই সফলতায় মীর মশাররফ হোসেন অনন্য হয়ে আছেন।