দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের নাম চূড়ান্ত করা হয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আগে থেকে থাকা ১০ জনের সঙ্গে নতুন দুই জনকে যুক্ত করা হয়েছে। তারা হলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক এবং ফারুক খান। সোমবার আওয়ামী লীগের একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আগে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের মোট সদস্য ছিল ১১ জন। তাদের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ায় একটি পদ খালি ছিল। আজকে দু’জন যোগ হওয়ায় সংসদীয় মনোনয়ন বোর্ডের মোট সদস্য সংখ্যা হলো ১২ জন। এই বোর্ডই নির্ধারণ করবে, নির্বাচনে কারা পাবেন নৌকা মার্কার টিকিট।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ১. শেখ হাসিনা ২. ওবায়দুল কাদের ৩. সৈয়দা সাজেদা চৌধুরী ৪. আমির হোসেন আমু ৫. তোফায়েল আহমেদ ৬. সৈয়দ আশরাফুল ইসলাম ৭. শেখ ফজলুল করিম সেলিম ৮. কাজী জাফরউল্লাহ ৯. অধ্যাপক ড. আলাউদ্দীন ১০. রশিদুল আলম ১১. ড. আব্দুর রাজ্জাক ১২. ফারুক খান