আজকের সেরা

সাংবাদিক জুলফিকারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

By daily satkhira

January 07, 2017

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক জুলফিকারের উপর হামলার আসামিদের গ্রেফতারের দাবিতে শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নের রেউই বাজারে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ঝাউডাঙ্গা প্রেসক্লাব,কদমতলা রিপোটার্স ক্লাব ও ব্রহ্মরাজপুর রিপোটার্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি একরামুল কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্যাতিত জুলফিকারের পিতা সাবেক ইউপি সদস্য, ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি রাহাতুল্লাহ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন, সাতক্ষীরা টু’ডের ব্যবস্থাপনা সম্পাদক জাকির হোসেন, ব্রহ্মরাজপুর রিপোটার্স ক্লাবের সভাপতি রবিউল ইসলাম,কদমতলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন, ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক রাশেদ রেজা তরুন,প্রচার সম্পাদক প্রভাষক শওকত হোসেন, নির্বাহী সদস্য আবুল হোসেন, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নিজস্ব প্রতিবেদক জি এম আবুল হোসাইন,কলারোয়া রিপোটার্স ক্লাবের নির্বাহী সদস্য এম এ আজিজ, সাতক্ষীরা টুডের প্রতিনিধি আবু রায়হান,স্থানীয় জন প্রতিনিধি আমিনুর রহমান,আমিরুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সংবাদকর্মীদের কণ্ঠ রোধ করে দুর্নীতিবাজরা টিকে থাকতে পারে না। অন্যকারীদের মুখোশ সকলের সামনে তুলে ধরতে সংবাদকর্মীদের কলম কখনো বন্ধ হবে না। চেয়ারম্যান মোশাররফ ভেবেছিলো সাংবাদিক মেরে তিনি নিশ্চিন্তে দুর্নীতি করবেন। সেটা হতে পারে না। এক জুলফিকারের হামলার ঘটনায় জেলার বিভিন্ন স্থানে প্রতিবাদসভা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি চলছে। অবিলম্বে সাংবাদিকের উপর হামলাকারী ওই চেয়ারম্যানকে গ্রেফতার করে তার দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এঘটনায় মামলা দায়ের করা হলেও বর্তমানে কিভাবেও ওই চেয়ারম্যান প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তা আমাদের বুঝে আসে না। অবিলম্বে ওই সন্ত্রাসী চেয়ারম্যান মোশাররফ কে গ্রেফতার করে তার দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য সাতক্ষীরা সদর থানা পুলিশসহ উর্দ্ধতন কর্তৃকপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করেন বক্তারা।