জাতীয়

মালিকবিহীন দুই ব্যাগে ৪ কোটি টাকার মোবাইল

By daily satkhira

November 13, 2018

অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল বিমানবন্দরে দুটি মালিকবিহীন ব্যাগ থেকে বিপুল পরিমাণ মোবাইল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দকৃত মোবাইলের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ব্যাংকক থেকে আসা টিজি-৩৩৯ বিমানে মালিকবিহীন ব্যাগ দুটি এসেছিল। পরে মোবাইল সেটগুলো জব্দ করে শুল্ক গোয়েন্দা এয়ারফ্রেইট ইউনিটের সদস্যরা। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, সকাল ১১টার দিকে একটি বিমান ব্যাংকক থেকে আসে। সেটি শাহজালালে নামার পরই খবর আসে ব্যাংকক থেকে আসা বিমানটিতে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেয়া মোবাইল সেট আসছে। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দারা অবস্থান নেয়। কিন্তু কোনো ব্যক্তির ব্যাগ থেকে কিছুই না পাওয়ায় পরে অভিযান চালানো হয় লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায়।

সেখানে গিয়ে দেখা যায়, দুটো মালিকবিহীন ব্যাগ পড়ে আছে। পরে কালো ও এ্যাস রঙের দুটো ব্যাগ আটক করে লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে বাহিরে আনা হয়। সবার সম্মুখে ব্যাগ খোলা হলে বিপুল পরিমাণ বিদেশি কোম্পানির মোবাইল সেট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ দেখানো হয়। সূত্র আরও জানায়, মোবাইলগুলো বিদেশি কোম্পানি ক্লাউডফোন লিড নামের একটি কোম্পানির তৈরি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. শহীদুল ইসলাম জানান, মোবাইলগুলো ব্যাংকক থেকে আসা একটি বিমানে এসেছিল। সন্ধ্যা পর্যন্ত মোবাইলগুলোর কোনও মালিক পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মোবাইলগুলো ব্যাংকক থেকে আনার পর লস্ট অ্যান্ড ফাউন্ডে রাখা হয়েছিল। সুযোগ বুঝে সেগুলো যাত্রী দিয়ে পাচার করা হতো। তিনি বলেন, ‘সেগুলো উদ্ধার দেখানো হয়েছে এবং শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।’