দেশের খবর: দলীয় মনোনয়ন ফরম সংগ্রহে মিছিল, শোডাউন যে নির্বাচনী আচরণবিধি পরিপন্থী, অবশেষে তা স্বীকার করল ইসি। একই সঙ্গে এই বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশও জারি করা হয়েছে। দলীয় প্রার্থী বাছাইয়ে গত সোমবার মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবারও সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কাৎসলয় ঘিরে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। দিনভর অপেক্ষায় থেকে তাঁরা ফরম সংগ্রহ করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে দিনভর সরগরম থাকে বিএনপির কেন্দ্রীয় কাৎসলয়ের সামনের রাস্তা। ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে পুরো দিন। এতে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। এর আগে গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার সকাল থেকে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কাৎসলয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরম কেনার জন্য ওই দিন থেকে সোমবার পর্যন্ত চার দিন বিভিন্ন আসনের প্রার্থী ও তাঁদের শত শত সমর্থক বর্ণিল শোভাযাত্রা নিয়ে জড়ো হন সেখানে। এর ফলে ওই এলাকায় যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। বিষয়টি আচরণবিধির লঙ্ঘন কি না তা জানতে চাইলে গত শনিবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে ভোট একটা উৎসব। রাজনৈতিক দলগুলো একটি এরিয়ার মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করছে। এতে আচরণবিধি প্রতিপালন না হওয়ার কিছু দেখছি না।’
এদিকে গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের পাঠানো এসংক্রান্ত এক চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে নির্বাচনী তফসিল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় কাৎসলয়ে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ বা জমাদানের সময় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনসহকারে মিছিল এবং শোডাউন করা হচ্ছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা-২০০৮-এর ৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।’
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, দলের প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী এবং তাঁদের পক্ষে এ ধরনের মিছিল, শোডাউন করা যাবে না। এ বিষয়ে আচরণবিধি প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ছাড়া এরপর রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের সময়ও এ ধরনের মিছিল ও শোডাউনের ঘটনা যাতে না ঘটে সেটাও নিশ্চিত করতে হবে।