অনলাইন ডেস্ক: ২২ বছরের অ্যাডম টমাস আর ৩৮ বছরের ক্লডিয়া পাটাটাস তাদের ছেলের নাম রেখেছিলেন অ্যাডলফ হিটলার। এই অপরাধে কারাগারে যেতে হলে এই দম্পাতিকে। এদিকে অ্যাডম টমাসকে গোঁড়া নাৎসি বলে অভিহিত করেছেন আদালত। এদিকে এই দম্পতি ২০১৬ সালে নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল অ্যাকশনের সদস্য হিসেবে যোগ দেন।
অ্যাডম টমাস ইংল্যান্ডের বার্মিংহামের রাজকীয় আদালতকে জানান, তিনি জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে শ্রদ্ধা করেন। তাই ছেলের নাম অ্যাডলফ রেখেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের টমাস এবং পাটাটাসের পরিচয় হয়। দু’বছর আগে একসঙ্গে বসবাস করতে শুরু করেন তারা। একটি ছবিতে অ্যাডামের হাতে নাৎসি পতাকা এবং পাশে ক্লডিয়ার কোলে তাদের সদ্যজাত সন্তানকে দেখা গেছে। তাদের নিষিদ্ধ সংগঠনের হয়ে কাজ করার অভিযোগে অভিযুক্ত করেছে আদালত