খেলা

২১৮ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে বাংলাদেশ

By daily satkhira

November 14, 2018

খেলার খবর: জিম্বাবুয়েকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২১৮ রানে এগিয়ে থাকা টাইগারদের সূচণা করেছেন লিটন দাস ও ইমরুল কায়েস। চাইলে বাংলাদেশ আবার জিম্বাবুয়েকে ব্যাটিয়ে পাঠাতে পারত। তবে মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করার ঝুঁকি নেয়নি স্বাগতিকরা। বাংলাদেশের করা ৫২২ রানের জবাবে জিম্বাবুয়ের ইনিংস থামে ৩০৪ রানে। ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। স্কোর বোর্ডে ১০ রান উঠতেই ২ উইকেট হারিয়েছে তারা। ৩ রান করে ইমরুল কায়েস ও ৬ রান করে সাজঘরে ফিরেছেন লিটন দাস।

মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনে দুই সেশনে দুটি করে চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। সেই স্বস্তি মিলিয়ে যেতে শুরু করে ব্রেন্ডন টেলর ও পিটার মুরের প্রতিরোধে। তৃতীয় সেশনে উইকেটের দেখা পেতে অপেক্ষা দীর্ঘ হয়। পড়ন্ত বিকেলে দ্রুত চার উইকেট তুলে বোলাররা এনে দেন স্বস্তি। সফরকারীদের প্রত্যাশিত ফলো-অনে ফেলা গেলেও বড় লক্ষ্য দাঁড় করিয়েও ম্যাচ জিতে সিরিজ ড্র করতে চায় বাংলাদেশ।