দেশের খবর: পুলিশি হামলা চালিয়ে সরকার নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্যফ্রন্টের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসার আগে বুধবার (১৪ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন।
ফখরুল বলেন, অন্যায়ভাবে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে সরকার। দুর্ভাগ্যজনকভাবে বিএনপি নেতাকর্মীদের উপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
‘এ ধরনের পরিস্থিতি তৈরি করে সরকার নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। ভোটের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাই।’ সিইসি কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে ড. কামাল হোসেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, মোকাব্বির খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমদসহ অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন।