শ্যামনগর প্রতিনিধি: উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার শুরু হচ্ছে ‘উন্নয়ন মেলা-২০১৭’। তিন দিনব্যাপী এই উন্নয়ন মেলা চলবে ৯ থেকে ১১ জানুয়ারি। শ্যামনগর উপজেলা চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। ‘শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ এই মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকারের উন্নয়ন নিয়ে শ্যামনগর উপজেলা প্রশাসনের কার্যক্রম জনসাধারণের সামনে এ মেলায় উপস্থাপন করা হবে। এ মেলায় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের পৃথক পৃথক স্টল থাকবে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন“ সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় আগত লোকদের সামনে তাদের নিজ নিজ সংস্থার উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে এবং ৩০ টির অধিক স্টল থাকবে মেলায়। সরকারি সংস্থাগুলোর সেবাসমূহ মেলাস্থল থেকে সরাসরি প্রদান করা হবে”। তিন দিনব্যাপী মেলায় থাকবে আলোচনা সভা।উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আকরাম হোসেন বলেন “উপজেলার প্রতিটি কার্যালয়ের ন্যায় উপজেলা সমবায় কার্যালয়ের বিগত এক বছরের কার্যক্রম উপস্থাপন করা হবে মেলায়, এছাড়া আমাদের কার্যক্রম সম্পর্র্কে জনসাধারনের কাছে উপস্থাপন করা হবে।”তাছাড়া মেলায় সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে। থাকবে বিতর্ক প্রতিযোগিতা। শিল্পী-কলাকুশলীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে মেলা চলাকালীন প্রতিদিন বিকালে।