সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

By daily satkhira

January 08, 2017

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া -০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস্ রিফাত আমিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সাতক্ষীরা ৩৮ বিজিবি’র অধিনায়ক আরমান হোসেন, সাতক্ষীরা ১৭ বিজিবি’র অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, এন.এস.আই’য়ের উপ-পরিচালক মোজাম্মেল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, বি.আর.টিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক তানভীর আহমেদ চৌধুরী, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. মতিউর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাইনুদ্দিন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, সিনিয়র সহকারি পুলিশ সুপার আতিকুল হক, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জি এম রবীন্দ্র নাথ দাস, অধ্যক্ষ আব্দুর রহমান, সিনিয়র শিক্ষক সমরেশ কুমার সরকার, অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা সভাপতি মনোরঞ্জন মুখার্জী, কাউন্সিলর জ্যোৎন্সা আরা প্রমুখ। জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা জোরদার করা, অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের ব্যবস্থা গ্রহনের পর ও কেন সেখানে দ্বিতল ভবন হচ্ছে সে বিষয়ে ব্যবস্থা, প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার অগ্রগতি, বিভিন্ন ছাত্রাবাসে ছাত্র/ছাত্রীদের গতিবিধির উপর নজরদারি, ব্যাটারি চালিত ও ইঞ্জিন চালিত ভ্যান বন্ধে ব্যবস্থা গ্রহণ, সকল কওমী মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন করতে হবে, যানজট নিরসন, জঙ্গি তৎপরতা রোধ সংক্রান্ত, রাস্তাঘাট সংস্কার সংক্রান্ত, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, শহরের প্রান সায়ের খালের দু’ধারের অবৈধ স্থাপনার ৯৫ ভাগ তালিকা তৈরি হয়ে গেছে। খুব শ্রীঘ্রই উচ্ছেদ অভিযানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক অবৈধ স্থাপনা বিষয়ে বলেন, বিষয়টি নিষ্পত্তির দিকে ছিল কিন্তু মেয়র ও পৌরসভার সকল কাউন্সিলররা আমাকে বলেছিল অবৈধ স্থাপনা ভেঙ্গে নেবে। দ্রুত পদক্ষেপ নেওয়ার পৌর মেয়রকে আহবান জানান। অবৈধ স্থাপনা উচ্ছেদ না হলে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়। এছাড়া কোন সাধারণ মানুষ যেন হয়রানীর শিকার না হয় সে জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান। জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী ডিসেম্বর ২০১৬ মাসে মামলা হয়েছে ১শ’ ৮৩টি এবং নভেম্বর ২০১৬ মাসে মামলা ছিল ১শ’ ৮৫টি। সে তুলনায় পূর্বের মাসের তুলনায় মামলা সংখ্যা কমেছে। সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।