রাজনীতির খবর: রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর অভিযোগে করা মামলায় দলটির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।
নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। নিপুণ রায়কে গ্রেফতারের সময় জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন তার সঙ্গে ছিলেন। তবে বেবী নাজনীনকে গ্রেফতার করেনি পুলিশ।
এদিকে বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলা তদন্তের জন্য বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে ন্যস্ত করা হয়েছে।
বুধবারের সহিংসতার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, রুহুল কবীর রিজভীসহ ২০০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে থেকে অন্তত ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হলে আদালত ৩৮ জনের রিমান্ড মঞ্জুর করেন।