সাতক্ষীরা

সাতক্ষীরায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

By daily satkhira

January 09, 2017

নিজস্ব প্রতিবেদক : ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৭ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। পরে বেলা ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন- ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদস সদস্য মিসেস রিফাত আমিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, এন.এস.আই’য়ের উপ-পরিচালক মোজাম্মেল হক, সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফসানা কাওসার, বি.আর.টিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক তানভীর আহমেদ চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার আতিকুল হক, এন.এস.আইয়ে’র সিনিয়র সহকারি পরিচালক আনিসুজ্জামান, এন.এস.আইয়ে’র সহকারি পরিচালক জুনায়েদ খান, এন.এস.আইয়ে’র সহকারি পরিচালক ইমতিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা তথ্য অফিসার শাহনেওয়াজ করিম, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জি এম রবীন্দ্র নাথ দাস, সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের আলী, অধ্যক্ষ আব্দুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তৌহিদুর রহমান ডাবলু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অছলে, ধুলিহর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, কাউন্সিলর জ্যোৎন্সা আরা, শেখ শফিক উদ- দৌল্লা সাগরসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল। উল্লেখ্য, বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ০৯ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি জনগণকে সরকারের উন্নয়ন কাজে সম্পৃক্ত করণ ও সরকারের মুখপাত্র হিসেবে প্রচারণায় অংশগ্রহণ হলো মেলার উদ্দেশ্য ও লক্ষ্য। এবারের মেলায় সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর-ব্যাংক বীমা, এনজিও প্রতিষ্ঠানের মোট ৭৮টি স্টল স্থান পেয়েছে। দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় মেলা প্রাঙ্গনে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত করা হয়। সমাপনী দিনে ১১ জানুয়ারী সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে চিত্রাংকন প্রতিযোগিতা এবং দুপুর আড়াইটায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।