খেলা

সাকিবকে রাখল হায়দরাবাদ, মোস্তাফিজকে ছেড়েছে মুম্বাই

By daily satkhira

November 16, 2018

খেলার খবর: সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে প্রথম মৌসুম ভালোই কেটেছে সাকিব আল হাসানের। টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারকে আসছে মৌসুমের জন্য ধরে রেখে সেটির পুরস্কারই দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী মৌসুমের জন্য সাকিবকে সানরাইজার্সরা ধরে রাখলেও বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার পেসার মোস্তাফিজুর রহমানকে উন্মুক্ত করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কাটার মাস্টারকে ২ কোটি ২০ লাখে দলে টেনেছিল মুম্বাই।

টানা সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ধারাবাহিক পারফর্মার ছিলেন সাকিব। শাহরুখ খানের দল তাকে ছেড়ে দিলে গত মৌসুমে ২ কোটিতে সাকিবকে দলে টানে হায়দরাবাদ। টুর্নামেন্টে ব্যাটে ২৩৯ রান তোলার পাশাপাশি বল ঘুরিয়ে ১৪ উইকেট নিয়ে দলের রানার্সআপ হওয়ার পথে আস্থার প্রতিদান দিয়েছিলেন সাকিব।

সানরাইজার্সরা তাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকেও ধরে রেখেছে। বল টেম্পারিংয়ে নিষিদ্ধ হয়ে যদিও গত মৌসুমে খেলা হয়নি অজি ওপেনারের। নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ২০১৯ সালের বিশ্বকাপে খেলার প্রত্যয় এ বাঁহাতির। তার আগে আইপিএল হবে ওয়ার্নারের জন্য নিজেকে শান দেয়ার উত্তম মঞ্চ।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, আফগানিস্তানের রশিদ খান, মোহাম্মদ নবিকেও ধরে রেখেছে দলটি। তবে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েটকে ছেড়ে দিয়েছে সানরাইজার্সরা। মোস্তাফিজের সঙ্গে শ্রীলঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়া, সাউথ আফ্রিকার জেপি ডুমিনি, অষ্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকেও ছেড়ে দিয়েছে ইন্ডিয়ান্সরা। তবে এভিন লুইস, কাইরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনেঘান, অ্যাডাম মিলনের মতো বিদেশিদের ধরে রেখেছে দলটি।