জাতীয়

পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি জালিয়াতিতে ২ ছাত্র আটক

By daily satkhira

November 16, 2018

অনলাইন ডেস্ক: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের সাথে জড়িত ফরিদ হোসেন (২৪) ও হামিম (২৫) নামের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তারা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে পাবনা শহরের রাধানগর মহল্লার নাহার ভবনের ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন পাবনা সদর থানার এসআই (তদন্ত) মো. আসাদুজ্জামান। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস জানান, ‘গোপন সংবাদে জানতে পারি ওই ছাত্রাবাসে ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের বেশ কিছু সদস্য আত্মগোপন করে আছে। এমন খবরে আমরা পুলিশ খবর দেই। পরে পুলিশের সঙ্গে আমরা ঐ ভবনে অভিযান চালাই।’

নাহার ভবন ছাত্রাবাসের মালিক রানা জানান, ‘আমার ছাত্রাবাসে প্রায় বিশ জন ছাত্র থাকে। আজ শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তাই দেশের বিভিন্ন জেলা থেকে বেশ কিছু ছাত্র আমার এই ছাত্রাবাসে উঠছে। রাতে যখন আমার ছাত্রাবাসে অভিযানে পুলিশ আসেন তখন বেশ কিছু ছাত্র প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যায়।’

এসআই মো. আসাদুজ্জামান জানান, ‘এই জালিয়াতি চক্র অনেকদিন ধরেই ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে আসছিলো। আমরা খবর পেয়ে ডিবি এবং পুলিশের দল নিয়ে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে দুইজনকে আটক করি। পুলিশের উপস্থিতি জানতে পেরে জালিয়াতি চক্রের অন্যান্য সদস্য পালিয়ে যায়। এ সময় তাদের কাছে নকল ভর্তি পরীক্ষার খাতা, প্রশ্ন ও ইলেক্ট্রনিক ডিভাইজ উদ্ধার করা হয়।’