খেলার খবর: লিওনেল মেসির অভাব তেমন একটা পূরণ করতে পারলেন না অন্যরা। তবে মেক্সিকোকে নিজেদের মাঠে সহজেই হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে আর্জেন্টিনার করদোবায় মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। বিরতির আগে ভিয়ারিয়ালের ডিফেন্ডার রামিরো ফুনেস মোরি দলকে এগিয়ে দেওয়ার পর ম্যাচের শেষের দিকে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
ম্যাচের শুরুতেই অবশ্য দুই গোলে এগিয়ে যেতে পারত মেক্সিকো। কিন্তু রাউল হিমিনেসের হেডে বল লাগে পোস্টে। আর ডি-বক্সের ভেতর থেকে নেওয়া ফাবিয়ানের শট দুর্দান্তভাবে ঠেকান গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন। ৩৮তম মিনিটে পাওলো দিবালার দুর্দান্ত ক্রসে পোস্টের ঠিক সামনে থাকা লাউতারো মার্তিনেসের হেড পা দিয়ে কোনোমতে গোলরক্ষক গিলের্মো ওচোয়া ফিরিয়ে দিলে নষ্ট হয় আর্জন্টিনার খুব ভালো একটি সুযোগ। ৪৪তম মিনিটে অবশেষে দিবালার মাপা ফ্রি-কিকে হেডে কাছ থেকে বল জালে পাঠান মোরি। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। ৫০তম মিনিটে কয়েকজনকে কাটিয়ে ওচোয়ার মাথার ওপর দিয়ে চিপ করেছিলেন দিবালা। তবে বল ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়।
জাতীয় দলের হয়ে ১৭ ম্যাচ খেলেও জালের দেখা পেলেন না ইউভেন্তুসের এই ফরোয়ার্ড। ৮৩তম মিনিটের সারাভিয়ার ক্রসে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন ইসাক ব্রিসুয়েলা। ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধীনে পাঁচ ম্যাচে এটি আর্জেন্টিনার তৃতীয় জয়। অন্যদিকে শেষ সাত ম্যাচের ছয়টিতেই হারল মেক্সিকো। বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ছয়টায় আর্জেন্টিনার মেনদোসায় আরেকটি প্রীতি ম্যাচে আবার মুখোমুখি হবে দুই দল।