বিনোদনের খবর: গত বছর নায়করাজ রাজ্জাকের মৃত্যুর পর এফডিসিতে তাঁর নামে একটি ফ্লোরের নামকরণ এবং অভিনেতার প্রতিকৃতি স্থাপনের ঘোষণা দিয়েছিল ‘চলচ্চিত্র পরিবার’। একই সঙ্গে সোনারগাঁও হোটেল থেকে এফডিসিতে যাওয়ার রাস্তাটির নাম ‘রাজ্জাক সরণি’ করার দাবিও উঠেছিল তখন। সেসবের কোনোটিরই বাস্তবায়ন হয়নি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নায়করাজের ছেলে অভিনেতা সম্রাট। শুধু তা-ই নয়, মৃত্যুর এক বছর পার না হতেই সবাই ভুলতে বসেছে রাজ্জাককে—এমন অভিযোগও তুলেছেন সম্রাট, ‘আজকাল চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানেই আব্বুর প্রসঙ্গ আসে না। কেউ তাঁকে নিয়ে কথা বলারও চেষ্টা করে না। সারা জীবন এই চলচ্চিত্রের পেছনেই সময় দিয়েছেন আব্বু। অথচ মৃত্যুর এক বছর না যেতেই চলচ্চিত্রের মানুষগুলো আব্বুকে ভুলে গেল!’
সম্রাটের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কথা হয় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র পরিবারের অন্যতম সদস্য জায়েদ খানের সঙ্গে।
তিনি বলেন, ‘ফ্লোরের নামকরণ ও রাস্তার নামকরণের চেষ্টা করছি আমরা। গত সপ্তাহে শিল্পী সমিতির পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়েছি। কিন্তু সামনে নির্বাচন, মন্ত্রণালয়ও ব্যস্ত সময় পার করছে। তবে আমাদের আশ্বাস দিয়েছেন, ১ নম্বর ফ্লোরটি রাজ্জাক স্যারের নামে করা হবে। তা ছাড়া সোনারগাঁওসংলগ্ন রাস্তাটির নামকরণও হবে তাঁর নামে। নায়করাজ আমাদের অহংকার। আমাদের গৌরব। তাঁকে ভুলে যাওয়া আদৌ কি সম্ভব!’
এ বিষয়ে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. আমির হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে অফিশিয়ালি কথা বললে ভালো হতো। তবে এটুকু বলতে পারি, মন্ত্রণালয় থেকে যদি ফ্লোরের নামকরণ করার নির্দেশ আসে তাহলে সেটা করতে বাধ্য এফডিসি।’