বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দলে পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে হুক দিয়ে অবৈধ সংযোগ নিয়ে সেচের জন্য ব্যবহৃত মটর চালানোর অপরাধে কৃষকের মটর ও ব্যবহৃত তার জব্দ করেছে প্ল্লী বিদ্যুতের লাইনম্যানসহ অন্যান্যরা। বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার দিকে ইউনিয়নের কেয়ারগাতি গ্রামের মৃত: আজিজ সানার পুত্র মোঃ আছাফুর সানা (৫০) এর বাড়ির সন্নিকটে তার ধান চাষের জমি থেকে এ মটর জব্দ করা হয়। জানাগেছে, পল্লী বিদ্যুতের গ্রেড ওয়ান প্রতাপ নগর অভিযোগ কেন্দ্রের লাইনম্যান ছাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাছুদ ও মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিন পরিদর্শনে এসে বিদ্যুতের মেইন লাইন থেকে হুকদিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি দেখতে পান। স্থানীয়রা জানায়, আমনের মৌসুমে আছাফুর এভাবে অবৈধ বিদ্যুৎ নিয়ে পানি সেচ দিচ্ছে। পল্লী বিদ্যুত অফিসের ছাইফুল ইসলাম জানান, কয়েক মাসের বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে আছাফুরের মিটারের সংযোগটি বিচ্ছিন্ন আছে। তবে মেইন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নেয়া দন্ডণীয় অপরাধ। স্থানীয় অনেক মানুষের সামনে আমি তার ও সেচের মটর নিয়ে যাচ্ছি। অফিস তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেবে।