আন্তর্জাতিক

মধ্য আফ্রিকায় শরণার্থী শিবিরে হামলায় ৪২ জন নিহত

By daily satkhira

November 18, 2018

বিদেশের খবর: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে এক শরণার্থী শিবিরে হামলায় ৪০ জনেরও বেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাজধানী বানগুই থেকে ৩০০ কিলোমিটার পূর্বে আলিনদাও শহরে ক্যাথলিক মিশন পরিচালিত শিবিরে এ হামলার এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ওই শরণার্থী শিবিরে প্রায় ২০ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছিল বলে জানা গেছে। হামলায় আরও বহু লোক আহত হয়েছেন। এ বিষয়ে আলিনদাওয়ের আইনপ্রতিনিধি এথিয়েন গোডেনাহা গণমাধ্যমকে বলেছেন, এ পর্যন্ত ৪২টি মৃতদেহ গুনেছি, কিন্তু এখনও অন্যান্যদের খোঁজ করছি আমরা। শিবিরটি পুড়িয়ে দেওয়া হয়েছে, লোকজন জঙ্গলে অথবা শহরের অন্যান্য উদ্বাস্তু শিবিরে পালিয়ে গেছে। হামলাকারীরা ওই শিবিরটিতে আগুন ধরিয়ে দিলে হতাহতের ঘটনা ঘটে। বাকি হাজার হাজার শরণার্থী শিবিরটি ছেড়ে পালিয়ে যায়। জাতিসংঘের পক্ষ থেকে বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।