আশাশুনি ব্যুরো : আশাশুনিতে তিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৭ বিশাল শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে সোমবার সকালে ৪০টি স্টল স্থাপন করে মেলা উদ্বোধন করা হয়। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, সহকারী কমিশানর (ভূমি) দেবাশীষ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশ গ্রহনে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে অতিথিবর্গ মেলার স্টল সমুহ ঘুরেঘুরে দেখেন। বিকাল ৩ টায় মানননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশ ব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দার মাধ্যমে মেলা প্যান্ডেলে প্রদর্শন করা হয়। মেলায় উপজেলা প্রশাসন, সকল ইউনিয়ন পরিষদ, সরকারী দপ্তর, এনজিও, পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাদেশ পুলিশ, ব্যাংক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল স্থাপন করে সেখানে, সরকারের উন্নয়ন ও সরকারি সহযোগিতা পেয়ে স্থানীয়ভাবে উন্নয়নের বিভিন্ন ভিডিও, স্থির চিত্র, ব্যানার, পোষ্টার, প্রকাশনা ও প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয়। মেলা প্রতিদিনি সকাল থেকে দিনব্যাপী খোলা থাকবে। মেলায় ব্যাপক উৎসাহ ও আগ্রহ সহকারে দর্শণার্থী ও তথ্য পেতে আগ্রহীদের সমাগম হচ্ছে।