নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-খুলনা-১৭২২) এর সময় অতিবাহি হওয়ার পর নির্বাচন না হওয়ায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে যে কোন সময় বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে বলে শ্রমিকরা দাবি করেন। এ ব্যাপারে ভোমরা স্থল বন্দর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান আলিম জানান, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-খুলনা- ১৭২২ এর রেজিষ্ট্রেশন প্রাপ্তির পর ২০১২ সালে সর্বশেষ নির্বাচন হয়। এর পর বিভিন্ন ব্যক্তি পেশি শক্তির বলে ক্ষমতা দখল করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেকারনে সাধারণ শ্রমিকরা নির্যাতিত হচ্ছে এবং তাদের দাবী-দাওয়া ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। শ্রমিকদের অর্থ আতœসাৎ ও নিরীহ শ্রমিকদের উপর নির্যাতন ও হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। যারা নির্বচনের কথা বলছে তাদের ছাটাই করা হচ্ছে। ইতিমধ্যে যুগ্ম শ্রম পরিচালক ও বিভাগীয় রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন কে ভোমরা হ্যান্ডলিং ইউনিয়ন ( রেজিঃ নং-খুলনা-১৭২২) এর কর্মকর্তাদের অনিয়ম- দূর্নীতি ও দীর্ঘ নির্বাচন না হওয়ায় শ্রমিক অসন্তোষ বিষয়ে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। রবিউল ইসলাম নামে এক শ্রমিক জানান, আমি অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং নির্বাচনের দাবী করেছিলাম বলে আমাকে ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি জুতা পিটা করেছে। এ ব্যাপারে ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-খুলনা-১৭২২) এর সভাপতি মহিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। সকল অভিযোগ সুষ্ঠ তদন্ত ও দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন সচেতন মহল।