(181008) -- PALU, Oct. 8, 2018 (Xinhua) -- People walk on the debris of a damaged mosque on Balaroa in Palu, Central Sulawesi, Indonesia. Death toll from multiple powerful quakes and an ensuing tsunami striking Central Sulawesi province of Indonesia on September 28 jumped to 1,948 on Monday and more than 5,000 others went missing, according to a disaster agency official here. (Xinhua/Agung Kuncahya B.)(dh)

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও ভূমিধসে নিহত ৭

By daily satkhira

November 18, 2018

বিদেশের খবর: ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও ভূমিধসে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। ঘর ছাড়া হয়েছে ৮ হাজারের বেশি মানুষ। দেশটির পক্ষ থেকে গতকাল শনিবার এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির। এনডিটিভির খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার পশ্চিম সুলায়েসি অঞ্চলে এই ঘটনা ঘটে। দেশটির ৮ হাজারের বেশী মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়, ভূমিধসে ৮ টি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এর আগেও দেশটির পশ্চিম সুলায়েসি অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে চলতি বছরের সেপ্টেম্বর মাসে কমপক্ষে দুই হাজার লোকের মৃত্যু হয়।