সাহিত্য

বেলারুশিয়ান ভাষায় রবী ঠাকুরের গীতাঞ্জলী

By daily satkhira

November 18, 2018

অনলাইন ডেস্ক: বেলারুশিয়ান ভাষায় প্রকাশিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গীতাঞ্জলী। বেলারুশের প্রখ্যাত প্রকাশক দমিত্রি কোলাস ‘গীতাঞ্জলী: সং অফারিংস’ শীর্ষক অনুবাদগ্রন্থটি প্রকাশ করেছেন। চলতি মাসে এটি মিনস্ক থেকে প্রকাশিত হয়েছে।

জানা গেছে, গীতাঞ্জলীর বেলারুশিয়ান ভাষার সংস্করণে রয়েছে ১২৮টি পৃষ্ঠা। বইটির ২৫০ কপি বিতরণ করা হবে।কবিতাগুলো অনুবাদ করেছেন রিপাবলিক অব বেলারুশ স্টেট প্রাইজ বিজয়ী আলেক্সান্দার রিয়াজানভ। পোয়েটস অব দ্য প্লানেট সিরিজে প্রকাশিত হয়েছে প্রায় চার ডজন বই। তার অন্যতম গীতাঞ্জলী। গীতাঞ্জলীর লন্ডন সংস্করণের ইংরেজি অনুবাদ থেকে বেলারুশের ভাষায় অনূদিত হয়েছে।