শ্যামনগর

নুরনগরে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু

By daily satkhira

November 18, 2018

 

পলাশ দেবনাথ, নুরনগর : রোববার শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অত্র ইউনিয়নে ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি দাখিল মাদ্রাসার ৫ম শ্রেনীর কোমলমতি শিশুদের সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘ পাঁচ বছর প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়না শেষে জাতীয় মূল্যায়নে নিজেদের অবস্থান তুলে ধরতে তাদের এই পরীক্ষায় অবতীর্ণ হওয়া। দেশব্যাপী চলমান এই পরীক্ষায় শ্যামনগর উপজেলার ১৩টি কেন্দ্রের অন্যতম এটি। এই কেন্দ্রে প্রাথমিক পর্যায়ে ৩৮৬ জন শিক্ষার্থী এবং ইবতেদায়ী পর্যায়ে ৪৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করার কথা ছিল। সর্বমোট ৪১৯ জন শিক্ষার্থীর মধ্যে ইবতেদায়ী ১২জন এবং প্রাথমিক পর্যায়ে ২০জন শিক্ষার্থী অংশ গ্রহন করে নাই। অত্র কেন্দ্রে পরিক্ষা পরিচালনা কাজে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত ছিলেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্বে ছিলেন নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ, হল সুপার হিসেবে দ্বায়িত্বে ছিলেন নাকবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্যাহ আল মামুন এবং সহকারী হল সুপার হিসেবে ছিলেন সয়োলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ। পরিক্ষার সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকির হোসেন বলেন, এই কেন্দ্রে শিশুরা উৎসবমুখর পরিবেশে পরীক্ষা দিচ্ছে। কেন্দ্রের সচিব নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ বলেন সকলের সহযোগিতার কারনে প্রথম দিনের পরীক্ষা সুন্দর ভাবে চলছে। পরিক্ষা শেষে সংবাদ সংগ্রহ কালিন সময়ে এই প্রতিবেদক শিক্ষার্থীদের কাছে পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থীরা উৎসব মূখর পরিবেশে পরীক্ষা দিয়েছে বলে জানায়। সরেজমিন ঘুরে দেখা যায়- কড়া নিরাপত্তার মধ্যে উৎসব মূখর পরিবেশে পরীক্ষা চলছে।