সাতক্ষীরা

বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

By daily satkhira

January 11, 2017

নিজস্ব প্রতিবেদক : মার্কস ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায়, মার্কস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিডেট এর পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় মার্কস ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি এম. আব্দুর রহমান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা শেখ নওশের আলী। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মীর মনিরুল ইসলাম, এবি ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মোঃ সাহিদুজ্জামান, মার্কস ফাউন্ডেশনের লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড. আজিবর রহমান, ডা. মাহতাবউদ্দীন মেমো. হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: কামরুজ্জামান রাসেল, এমসিএস সাতক্ষীরার নির্বাহী পরিচালক শেখ মামুন অর রশিদ। মার্কস ফাউন্ডেশনের কর্মকর্তা ওয়াদুদ শাহীর পরিচালনায় প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, জাতিকে শিক্ষিত করানোর জন্য মার্কস ফাউন্ডেশনের আজকের এই উদ্যোগ অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে। তিনি যার যার অবস্থান থেকে হত দরিদ্র ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে মার্কস ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার পরামর্শ প্রদান করেন। এসময় ১০০ জন হত দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, রং পেন্সিল, রাবার, কার্টার, স্কেল, বিনামূল্যে বিতরণ করা হয়।