কালিগঞ্জ

সড়ক দুর্ঘটনায় নিহত নলতা শরীফের বাবুর চেহেলাম উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান

By daily satkhira

January 11, 2017

নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার মো. আনিছুজ্জামান খোকনের পুত্র, মোবারকনগর মো. রোকনুজ্জামান বাবু (৩৯) এর চেহেলাম উপলক্ষে ৯ জানুয়ারি সোমবার বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদে আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠান হয়েছে। উক্ত অনুষ্ঠানে আলোচনা রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ। মিলাদ শরীফ পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ হাফেজ মো. শামছুল হুদা ও হাফেজ মো. হাবিবুর রহমান। মিলাদ শরীফ শেষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রোকনুজ্জামান বাবু ও নিহত নলতা রূপালী ব্যাংক ব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম এর আত্মার মাগফিরাত কামনা এবং দুর্ঘটনায় আহত নিহত বাবুর পিতা নলতা মোবারকনগর বাজার কমিটির সম্পাদক আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকনসহ সকল আহত ব্যক্তিদের আশু সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ(রংপুরী)। মরহুমের পারিবারিকভাবে আয়োজিত মিলাদ শরীফ অনুষ্ঠানে পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম, মিশন কর্মকর্তাবৃন্দ, মরহুম বাবুর চাচা শিক্ষক মো. মশিউজ্জামানসহ পিতৃকুল, শ্বশুরকুল এর আত্মীয়-স্বজন, এলাকাবাসী তথা বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মুসল্লী। এছাড়া মরহুম বাবুর নিজস্ব বাসভবনে একই সময়ে মহিলাদের মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠান হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, রূপালী ব্যাংক লিমিটেড নলতা মোবারকনগর শাখার উদ্যোগে গত ৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব দুটি বাসযোগে কুয়াকাটায় পিকনিকের উদ্দেশ্যে যাওয়ার পথে খুলনা রূপসা সেতু পার হয়ে রাত সাড়ে ৯টার দিকে কুদীর বটতলা নামক স্থানে পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিভর্তি খাদে পড়ে। সেখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নলতা রূপালী ব্যাংক ব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম (৪৫) ও নলতা শরীফ গ্রামের বস্ত্র ব্যবসায়ী রোকনুজ্জামান বাবু নিহত ও আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, শ্যামল ব্যাণার্জীসহ অনেকে আহত হন। গুরুতর আহত আলহাজ্জ আনিছুজ্জামান খোকন ঢাকা ট্রমা সেন্টারে এবং বাগবাটীর শ্যামল ব্যাণার্জী ভারতে বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।