আন্তর্জাতিক

উদ্বোধন হলো বিশ্বের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড হোটেল

By daily satkhira

November 19, 2018

বিদেশের খবর: সম্প্রতি চীনে উদ্বোধন হয়েছে ‘আর্থ-স্ক্র্যাপার’ নামের একটি হোটেল। এটি বিশ্বে সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড হোটেল। হোটেলটি নির্মাণ করতে ১০ বছর সময় লেগেছে; ব্যয় হয়েছে ২০০ কোটি ইউয়ান। চীনের সাংহাইয়ের সংজিয়াং জেলায় হোটেলটি অবস্থিত। ৮৮ মিটার গভীরে তৈরী ইন্টারন্যাশনাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড হোটেলটি শিমাও কুয়ারি নামেও পরিচিত।

জানা গেছে, এ হোটেলে থাকতে হলে দৈনিক গুণতে হবে ৪৮৯ থেকে ৫৪৬ ডলার পর্যন্ত। দুই ভাগে বিভক্ত হোটেলটিতে রয়েছে ১৮ টি ফ্লোর এবং ৩৩৬ টি রুম। সেই সঙ্গে রেস্টুরেন্ট, খেলাধুলার স্থান, বিনোদন আর সাঁতার কাটার সুইমিংপুল তো রয়েছেই। হোটেলটি ৯ মাত্রার ভূমিকম্প সহনীয়। সূত্র: আরটি নিউজ, দ্য ইন্ডিপেন্ডেন্ট