বিদেশের খবর: কয়েকদিন আগে ইহুদিদের এক সঙ্গীত অনুষ্ঠানে ‘হাইল হিটলার’ ‘হাইল ট্রাম্প’ বলে চিৎকার করেছিলেন অ্যান্টনি ডার্নুলাস নামের এক ব্যক্তি। এতে ওই অনুষ্ঠানের উপস্থিত সবাই ভয় পেয়ে যান। শুরু হয় ছুটোছুটি। কেননা কয়েকদিন আগেই পিটসবার্গের সিনাগগে গুলি করে মারা হয়েছে ১১ জনকে। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায় ওই ব্যক্তিকে। এ ঘটনায় গ্রেপ্তার না করলেও সতর্ক করে দেওয়া হয় অ্যান্টনি ডার্নুলাসকে। তবে সম্প্রতি ওই ব্যক্তি জানান, তিনি ঘোরতর ট্রাম্প বিরোধী। এক মার্কিন টিভি সাক্ষাৎকারে এমন দাবি করেন। সাক্ষাৎকারে জানান, তিনি নাৎসি প্রধান অ্যাডলফ হিটলার বা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরাগী নন। সাক্ষাৎকারে অ্যান্টনি ডার্নুলাস বলেন, ট্রাম্প সাধারণ মানুষকে ভয় দেখিয়ে কাজ হাসিল করার চেষ্টা করেন স্বেচ্ছাচারী শাসকের মত। ট্রাম্প যেন হিটলারের আরেক রূপ।
তবে ইহুদিদের অনুষ্ঠানে আতঙ্ক সৃষ্টি করার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, আমার জন্য সেদিন যাদের ওই সুন্দর সন্ধ্যাটা নষ্ট হয়ে গেছে তাদের সকলের কাছে আমি লজ্জিত এবং আমার বোকামির জন্য আমি ক্ষমাপ্রার্থী।