জাতীয়

পিইসি পরীক্ষায় দুর্নীতি; কেন্দ্র সচিব বহিষ্কার

By daily satkhira

November 19, 2018

অনলাইন ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে চলমান প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) দুর্নীতির অভিযোগে এক কেন্দ্র সচিবকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ১৯নং ভাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব মো.আব্দুল হান্নান হাওলাদারকে বহিষ্কার করা হয়। তিনি ওই বিদ্যালয়েল প্রধান শিক্ষক। তবে আজ ওই কেন্দ্রে সচিব হিসেবে প্রধান শিক্ষক রুবিয়া আক্তারকে দায়িত্ব দেয়া হয়েছে। জানা গেছে, চলতি সমাপনী পরীক্ষায় প্রধান শিক্ষক আব্দুল হান্নানের ছেলে পার্শ্ববর্তী বুরুজবাড়িয়া কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। বিধান অনুযায়ী সন্তান পরীক্ষায় অংশ নিলে পিতা (শিক্ষক) কেন্দ্রের দায়িত্বে থাকতে পারবেন না। কিন্তু আব্দুল হান্নান পরীক্ষায় তার ছেলের অংশগ্রহণের খবর গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব নিয়েছেন।

এ বিষয়ে আব্দুল হান্নান বলেন, আমার ছেলে ও আমি একই কেন্দ্রে নই। এ ক্ষেত্রে কেন্দ্র সচিব হওয়ায় আইনগত বাধা নেই। উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নদী বলেন, ছেলে পরীক্ষা দিচ্ছে এমন তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব নেয়ার অপরাধে প্রধান শিক্ষক আব্দুল হান্নানকে আপাতত সরিয়ে দেয়া হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।