ভিন্ন স্বা‌দের খবর

বায়োনিক মাশরুম উৎপাদন করবে বিদ্যুৎ

By daily satkhira

November 19, 2018

অনলাইন ডেস্ক: সৌর প্যানেলের কথা ভুলে যাওয়ার সময় এসেছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য গবেষকরা এখন সম্ভাবনা দেখছেন মাশরুম নিয়ে।

স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি ইন হোবোকেন, নিউ জার্সি’র গবেষকদের মতে, বায়ো বিদ্যুৎ উৎপাদনের জন্য ইলেক্ট্রোড ও বিশেষ ব্যাকটেরিয়ার নেটওয়ার্ক সমৃদ্ধ মাশরুম যা সালোকসংশ্লেষণের মাধ্যমে শক্তি পায়- তা বিদ্যুৎ উৎপাদনের জন্য উপযুক্ত।

প্রতিষ্ঠানটির মনু মান্নুর ও সুদীপ জোশি নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়।

ওই প্রতিষ্ঠানের ম্যাকানিক্যাল ইঞ্জিয়ারিং বিভাগের মানু মান্নুর বলেন, মশরুমের ছত্রাকে যে সায়ানোব্যাকটেরিয়া থাকে তা পরীক্ষা করে দেখেছি সায়ানোব্যাকটিরিয়া সালোকসংশ্লেষণের মাধ্যমে শক্তি উৎপাদন করতে সক্ষম হয়, যখন এটি করার জন্য মাশরুম উপযুক্ত ‘আশ্রয়’ সরবরাহ করে।

আশ্রয়, আর্দ্রতা এবং পুষ্টি সরবরাহের মৌলিক ধারণাটি হলো মাশরুমের ক্যাপে মুদ্রিত ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষণ দ্বারা শক্তি সরবরাহ করে। বায়ো বিদ্যুৎ উৎপাদনে জন্য সালোকসংশ্লেষণের সময় জীবাণু দ্বারা মুক্ত ইলেকট্রন গ্রহণ করে। সূত্র : ফক্স নিউজ