নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর থেকে আন্তঃজেলা মটর সাইকেল ছিনতাইকারী চক্রের হোতা মোহাম্মদ আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বংশীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় সে যথাক্রমে ৩ বছর ও ৫ বছরের সাজাপ্রাপ্ত। পুলিশ জানায়, আন্তঃজেলা মটর সাইকেল ছিনতাইকারী চক্রের হোতা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আলী বংশীপুর তার নিজ বাড়িতে এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার এস আই নিখিল চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আন্তঃজেলা মটর সাইকেল ছিনতাইকারী চক্রের হোতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে শ্যামনগরসহ দেশের বিভিন্ন থানায় ১৪ টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় সে আট বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি আরো জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর সে বাড়িতে আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।