সাতক্ষীরা

সাতক্ষীরায় উন্নয়ন মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়

By Daily Satkhira

January 12, 2017

নিজস্ব প্রতিবেদক: “উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও বর্ণাঢ্য আয়োজনে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার শেষ দিনে মিলন মেলায় পরিণত হয়েছে সাতক্ষীরার উন্নয়ন মেলা। সকাল থেকে দেখা যায় সাধারণ মানুষ মেলার বিভিন্ন স্টলে সামনে গিয়ে সেবার কার্যক্রম দেখছে এবং শুনছে। এক নজরে সাতক্ষীরার উন্নয়নের খতিয়ান দেখছে। সাতক্ষীরার ভূমি উন্নয়ন কর, মিউটেশন করতে কত দিন সময় লাগে, কত টাকা খরচ হয়। এবিষয়ে ভূমি উন্নয়ন কর্মকর্ত কান্তি বাবু জানান, সাধারণ মানুষের মধ্যে ব্যপক সাড়া পড়েছে। গত দুই দিনে মানুষ উদ্বুদ্ধ হয়ে দেড় লাখ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। এদিকে ব্যাংকার্স ফোরাম, সাতক্ষীরার স্টলের সামনে মানুষের ভিড়। এখান থেকে মানুষ ব্যাংকের সেবাসমূহ জানতে পারে। সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ নাছিম হাসান জানায় ব্যাংকিং সেবা আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। দশ টাকায় হিসাব, বিনা সুদে কৃষি ঋণ, জনতা ব্যাংক এ মেলায় ৫০ হাজার টাকা গাভি ঋণ বিতরণ করেছে। এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কর বিভাগ, এল,জি,আর,ডি, সড়কও জনপদ, পৌরসভা, আই,টি বিভাগ, ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ৭৭টি স্টল তাদের বিভিন্ন সেবাসমুহের লিফলেট, ফেস্টুনের পষড়া সাজিয়ে বসে আছে। মেলায় প্রতিদিন সেমিনার, লোক সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভিডিও চিত্রে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রদর্শনী শেষ হয়েছে। এতে জাতীয় উন্নয়নের পাশাপাশি সাতক্ষীরার উন্নয়নের অগ্রগতি তুলে ধরা হবে।