শিক্ষা

আশাশুনি কলেজ জাতীয়করণ হওয়ায় আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

By Daily Satkhira

January 12, 2017

আশাশুনি ব্যুরো: আশাশুনি কলেজকে জাতীয়করণ করায় কলেজের শিক্ষক-ছাত্রছাত্রী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যরা আনন্দ র‌্যালি, মিষ্টি বিতরণ ও আলোচনা সভা করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার ১০/১/১৭ তাং ৩৭.০০.০০০০.০২.০১৭.২০১৫-০১ নং স্মারকে আশাশুনি কলেজকে জাতীয়করণের পত্রজারী করে। সিনিঃ সহকারী সচিব নাছিমা খানম স্বাক্ষরিত পত্রে “মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আশাশুনি কলেজ ৯ জানুয়ারি ২০১৭ হতে জাতীয় করণ করা হলো” মর্মে জানান হয়েছে। খবর প্রাপ্তির পর বুধবার সকাল ১০.৩০ টায় কলেজের অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিনকে কলেজের শিক্ষকমন্ডলী, পরিচালনা পর্ষদের সদস্যমন্ডলী ও ছাত্রছাত্রীরা ফুল দিয়ে বরণ করে নেন। এরপর ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ অভিভাবকদের সমন্বয়ে বিশাল একটি আনন্দ র‌্যালি বের করা হয়। কলেজ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক, বাজার ও উপজেলা পরিষদ চত্বর হয়ে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। ব্যান্ডপার্টি বাদ্যসহকারে র‌্যালির সামনে ভ্যানে করে মিষ্টির ডালি নিয়ে সর্বস্তরের মানুষকে মিষ্টিমুখ করা হয়। পরে কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে সভায় গভর্নিং বডির সদস্য অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, অধ্যাপক সুশীল কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।