ভিন্ন স্বা‌দের খবর

সাপের বিষ শরীরে নিয়ে ডায়েরি লিখলেন যিনি

By daily satkhira

November 20, 2018

অনলাইন ডেস্ক: সাপের বিষ শরীরে নিয়ে ডায়েরি লিখতে লিখতে মারা গিয়েছিলেন কার্ল প্যাটারসন স্মিথ নামে একজন সাপ গবেষক। এ ঘটনাটি ১৯৫৭ সালের সেপ্টেম্বর মাসে ঘটলেও পরে তা সংবাদমাধ্যমে প্রকাশ পায়।

জানা গেছে, গবেষণার জন্য শিকাগোর লিঙ্কন পার্ক চিড়িয়াখানার পরিচালক একটি সাপ শহরের ফিল্ড মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে পাঠান। ৭৬ সেন্টিমিটার দৈর্ঘ্যের সরীসৃপটি পরীক্ষা করার দায়িত্ব পান কার্ল প্যাটারসন স্মিথ। কারণ ওই মিউজিয়ামে সাপ গবেষক হিসেবে কাজ করছিলেন তিনি।

স্মিথ তার ডায়েরিতে লিখেছিলেন, সাপটির মাথা উজ্জ্বল রঙের নকশায় ঢাকা ছিল এবং এর মাথার আকৃতি ছিল দক্ষিণ আফ্রিকার গেছো সাপের মতো, যেগুলো বুমস্ল্যাং নামেও পরিচিত।

স্মিথের ডায়েরির মাধ্যমে আরো জানা গেছে, আরও নিবিড়ভাবে পরীক্ষা করার জন্য সাপটিকে নিজের কাছাকাছি আনলে সাথে সাথে তাকে আক্রমণ করে এবং তার বাঁ হাতের বুড়ো আঙ্গুলে কামড়ে দেয়। এ সময় তার শরীরে বিষের কি প্রভাব হচ্ছে তা ডায়েরিতে রেকর্ড করতে থাকেন তিনি।

তবে ২৪ ঘণ্টার কম সময় পর মারা যাবেন স্মিথ।