আন্তর্জাতিক

সৌদি যুবরাজের পতন চায় রাজপরিবারের অনেকে!

By daily satkhira

November 20, 2018

বিদেশের খবর: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিকভাবে চাপে আছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে এমন হত্যাকাণ্ডে সৌদি রাজপরিবারের অনেকে যুবরাজ সালমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে বিশ্বস্ত এক সূত্র জানায়। খবর রয়টার্সের।

রয়টার্সের খবরে বলা হয়, সৌদি প্রশাসনের সঙ্গে নিযুক্ত থাকা রাজপরিবারের বারো জনের মত প্রিন্স এবং কাজিনেরা সৌদি যুবরাজের পরিবর্তন চান। কিন্তু সৌদি বাদশা বেঁচে থাকা অবস্থায় তা সম্ভব না বলে সূত্রটি জানায়।

উল্লেখ্য, তুর্কি বান্ধবীর সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। এর ১৭ দিনের মাথায় সৌদি স্বীকার করে, কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে।

খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি।