সাতক্ষীরা

পিডিবি’র ভৌগলিক কর্মস্থল কেটে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে -সাতক্ষীরায় পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

By daily satkhira

January 12, 2017

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়ে ১৯৭৮ সালে পল্লী বিদ্যুৎ সমিতির জন্ম হয়েছিল। জন্মলগ্নের পর থেকেই এ প্রতিষ্ঠানটির বিদ্যুৎ পরিসেবার উপর গ্রাহকরা ক্ষুব্ধ। অপরিসীম বিদ্যুতের লোডশেডিং, মিটার পরিবর্তণ ও ট্রান্সফর্মার সমস্যায় হয়রানি ও জর্জরিত তাদের গ্রাহকরা। যার ফলে দেশজুড়ে ৭৮টি শাখা অফিসের মধ্যে ১২টিতে তারা লাভের মুখ দেখেছে। ফলে গ্রাহকরা পল্লী বিদ্যুতের আওতা থেকে বের হয়ে পিডিবি’র আওতায় আসতে চায়। অথচ কতিপয় আমলা ষড়যন্ত্র করে পিডিবি’র উন্নয়নকে সহ্য করতে না পেরে প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে তাদের গ্রাহক অঞ্চল পল্লী বিদ্যুৎ সমিতির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। ওই কু’চক্রী মহলের অপচেষ্টা প্রতিহত করা হবে। নবনির্বাচিত সিবিএ নেতৃবৃন্দের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহষ্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরা পিডিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, জন্মলগ্ন থেকেই পল্লী বিদ্যুৎ সমিতির পৌরসভার বাইরে সাতক্ষীরার গ্রামে কাজ করার কথা। অথচ তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে পৌরসভার বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়েছে। এমনকি সম্প্রতি তারা লাবসা অঞ্চলে ঢুকে পড়ে কাজ শুরু করেছে। নতুন করে পৌরসভার মধ্যের ভৌগলিক এলাকা দহকুলা ও আলীপুরের একাংশ  দখল করার পায়তারা করছে। গত ৮ জানুয়ারি ঢাকায় বিদ্যুৎ মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত তারা হাতে পেয়েছেন। এতে তারা যার পর নেই ক্ষুব্ধ হয়েছেন। পিডিবি’র পরিষেবার এলাকা কমিয়ে দিলে কর্মচারি ও কর্মকর্তা ছাড়াও তাদের পরবর্তী প্রজন্মকে বেকারত্ব বরণ করতে হবে বলে উল্লেখ করেন তারা। বক্তারা সরকারের কাছে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। একইসাথে পদোন্নতি, বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে প্রতিদিন দু’ ঘণ্টা করে কর্মবিরতি রেখে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ওজোপাডিকো (রেজি ঃ ২১৩৮) সাতক্ষীরা শাখা আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠণের সভাপতি বিকাশ চন্দ্র দাস। বক্তব্য রাখেন সিবিএ সাতক্ষীরা শাখার কার্যকরি সভাপতি রুহুল আমিন মৃধা, পিডিবি’র সাতক্ষীরা অঞ্চলের উপসহকারি প্রকৌশলী লুৎফর রহমান, শফিকুল ইসলাম, ওজাপাডিকোর পশ্চিমাঞ্চলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পিডিবি কর্মী গণেশ চন্দ্র হরি, ইয়াছিন আলী, মিজানুর রহমান, আব্দুল্লাহ, আব্দুস সালাম, আব্দুর রশীদ, জাহিদুর রহমান, আবীদ হোসেন প্রমুখ।