নিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবিতে শ^াশুড়ি, ননদ ও স্বামী মিলে গৃহবধুকে মারপিটের অভিযোগ উঠেছে। আহত গৃহবধু বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর মাঝেরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকে কন্যা শিরিনা সুলতানা। আহত গৃহবধুর পিতা আব্দুর রাজ্জাক জানান, গত ৩/৪ মাস পূর্বে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদখালী গ্রামে মান্নানগাজীর ছেলে মেহেদী হাসান বাবুর সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকে বিভিন্ন সময় বাবু যৌতুকের দাবিতে শিরিনা খাতুনকে মারপিট করতো। গত ১৯ নভেম্বর রাত দেড়টার দিকে তুচ্ছ ঘটনায় স্বামী মেহেদী হাসান বাবু, তার মা আসমা বেগম এবং তার স্বামী পরিত্যাক্ত বোন রাজিয়া সুলতানা রিংকু মিলে শিরিনা সুলতানাকে মারপিট করে। এসময় স্বামী বাবু তার বুকে লাথি মারলে শিরিনা অজ্ঞান হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে স্বামী বাবু ওই রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে শিরিনার স্বামী পরিত্যাক্ত ননদ রাজিয়া সুলতানা রিংকু বলেন, কোন মারপিটের ঘটনা ঘটেনি। তাহলে হাসপাতালে ভর্তি কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা স্বামী স্ত্রী মারামারি করেছে।