সাতক্ষীরা

সাতক্ষীরায় আমন ধানের জাত বিনা -১১ এর ফসল কর্তন ও মাঠ দিবস

By daily satkhira

November 20, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসলের জাত উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা-১১) ধান এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত। সকালে সাতক্ষীরা বেনারপোতা পরমানু কৃষি গবেষণা কেন্দ্রে বিনা উপকেন্দ্র সাতক্ষীরার সহযোগীতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরা বৈজ্ঞানিক ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ আল আরাফাত তপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি গবেষণা কেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকতা মোঃ অলি আহমেদ ফকির। বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকতা মাসুম সরদার । এসময় বক্তারা বলেন বিনা ১১ জাতের ধান পানির ভেতর ফলন ভালো পাওয়া যায় ।যে সকল জমি পানিতে ডোবা থাকে সেখানে বিনা ধান চাষ করে অধিক ফসল পাওয়া যায় । এসময় বক্তারা আরও বলেন বাংলাদেশের আবহাওয়া ও কৃষির জায়গা বুঝে ফসল চাষ কারার আহবান জানান অতিথি বৃন্দ।